রাশিফল হলো জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই জীবনে পদক্ষেপ নেন। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আজ আর্থিক ক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হবে। আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। বাচ্চারাও আজ বাড়িতে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। আজ কোনো বিষয়ে আত্মীয়রা আপনাকে সমর্থন করবেন। জীবনসঙ্গীকে আরও ভালোভাবে জানার জন্য তাঁর সাথে কিছুটা সময় কাটান। আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার কারণে আপনি কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।
বৃষ রাশি: আজ আপনার প্রি়য়জন আপনার কাছ থেকে প্রতিশ্রুতি চাইতে পারেন। সামাজিক জীবনের থেকে আজ নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। আজ আপনার আন্তরিকতার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন। যদি আপনার মনে হয় যে, আপনার পর্যাপ্ত অর্থ নেই, সেক্ষেত্রে অর্থ সঞ্চয় সম্পর্কে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। অর্ধাঙ্গিনীর স্বাস্থ্য খারাপ থাকার কারণে মানসিক চাপ বাড়তে পারে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা হোম সম্পন্ন হতে পারে।
মিথুন রাশি: আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ আপনার কোনো বহুপ্রতিক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে। কোনো নতুন প্রকল্পে কাজ করার জন্য অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। আজ আপনার প্রিয়জনকে এমন প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আজ আপনার আবেগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে। নিজের জন্য আজ সময় পাবেন।
কর্কট রাশি: আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে, গাড়ি চালানোর সময়ে অতিরিক্ত সতর্ক হতে হবে। নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। পাশাপাশি, ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলিকে এড়িয়ে চলুন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে, কর্মক্ষেত্রে যাঁকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। আজ আপনার প্রেমিকের সাথে দেখা করার কথা থাকলেও আপনি কাজের চাপের জন্য তা পারবেন না।
সিংহ রাশি: আজ পারিবারিক সমস্যাগুলিতে সবার প্রথমে নজর দিন। যাঁরা দীর্ঘদিন যাবৎ ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিলেন তাঁরা আজ ভালো রকমের অর্থ উপার্জন করতে পারবেন। আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ এমন কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। প্রেমের জীবন আজ প্রস্ফুটিত হবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সবার হৃদয় জয় করে নেবে।
কন্যা রাশি: অবসর সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন। যদিও সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। পাশাপাশি, সেটি আপনার মূল্যবান সময়ও নষ্ট করে দেবে। আজ স্বাস্থ্য ভালোই থাকবে। বিবাহিত দম্পতিদের জন্য আজ ভালো দিন। আপনার ভালোবাসার সঙ্গীর সাথে প্রেমের জীবনে দারুণ অভিজ্ঞতা লাভ করবেন। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। কর্মক্ষেত্রে চমৎকার দিন কাটবে।
তুলা রাশি: আজ আপনি নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। অতিরিক্ত অর্থ জমি কিংবা বাড়ির ক্ষেত্রে বিনিয়োগ করুন। আজ কোনো ভালো দিকে আপনার মন এবং শক্তিকে চালিত করুন। শুধু চিন্তার মাধ্যমে সময় নষ্ট না করে এখন থেকেই পরিশ্রম শুরু করুন। কর্মক্ষেত্রে দিনটি আপনার পরিকল্পনামত এগোবে না। যা আপনার মেজাজ খারাপ করে দিতে পারে। স্ত্রীর শরীর খারাপ হওয়ার কারণে আপনি চিন্তিত হয়ে পড়বেন।
বৃশ্চিক রাশি: আজ পারিবারিক দিকটি সমস্যাযুক্ত হতে পারে। পাশাপাশি, পরিবারের প্রতি আপনার অবহেলা সদস্যদের রাগিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। আজ কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা ভালোভাবে যাচাই করে নিন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে। বিবাহিতদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো।
ধনু রাশি: কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক এড়িয়ে চলুন। আজ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থব্যয় হতে পারে। আজ আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি, আপনার বহুপ্রতিক্ষিত কোনো স্বপ্ন আজ পূরণ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে পরামর্শ করতে আপনার বাবা-মা এবং স্ত্রীর সাথে আলোচনা করুন। আজ আপনি আপনার মনের মানুষকে খুঁজে পেতে পারেন। বাড়ির কোনো পরিবর্তন আপনাকে অত্যন্ত আবেগপ্রবণ করে তুলবে। অর্ধাঙ্গিনীর সাথে আজ ভালো সময় কাটবে।
মকর রাশি: আজ অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আবেগের বশবর্তী হয়ে নিজের জীবনের ব্যাপারে সবকিছু বলে দেবেন না। খুব ছোটো কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে মনোমালিন্য হতে পারে। আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আজ ক্লান্ত থাকতে পারেন। তাই বিশ্রাম নিন ও পুষ্টিকর খাদ্যগ্রহণ করুন। সময় থাকতে থাকতে আজই আপনার অর্থ সঞ্চয় করা শুরু করুন। অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। পরিবার এবং বন্ধুদের সাথে আজ ভালো সময় কাটবে।
কুম্ভ রাশি: ডাক মারফত আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে আজ কোনো মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন। এর ফলে আপনার খরচ বৃদ্ধি পাবে। মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জীবনে চলার ক্ষেত্রে উপযুক্ত পরামর্শ নিন। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার জীবনে প্রেম আসবে। অবসর সময়ে কোনো বই পড়ার চেষ্টা করলেও বাড়ির সদস্যরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন।
মীন রাশি: আজ আপনি নিজেকে অন্যদের কাছে রোল মডেল হিসেবে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। শুধু চিন্তার মাধ্যমে সময় নষ্ট না করে এখন থেকেই পরিশ্রম শুরু করুন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। প্রেমের জন্য দিনটি ভালো। আপনি অবসর সময়ে আপনার কোনো পছন্দের কাজ করতে চাইলেও বাড়িতে হঠাৎ কেউ আসার কারণে তা পারবেন না। স্ত্রীর সাথে পুরোনো স্মৃতি রোমন্থন করতে পারেন। আপনার খ্যাতির কারণে পরিবারের সদস্যরা খুশি হবেন।