ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত ৫ লাখ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত ৫ লাখ

ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৪৮০ জন। এসময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪৮ জন।

সবমিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৪৪৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

সোমবার (১৫ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১১ জন। আর মারা গেছেন ২৩৮ জন।

সবমিলিয়ে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ হাজার ১ জন্

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৬৪৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৫৫০ জনের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৩৪৩ জন।