এক হাজার ৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে ২৯ মানিলন্ডারিং মামলার আসামি মো. শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার (১৪ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আসামি মো. শহীদুল আলম ও তার অন্যান্য সহযোগী মিলে মেসার্স এগ্লোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামে চারটি ভুয়া প্রতিষ্ঠান খোলেন। এসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণাও দেন। পরে এসব প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুড়োদুধ ও ফটোকপির মেশিনসহ বিভিন্ন পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট এক হাজার ৩৯৬ কোটি ১৪ লাখ টাকা পাচার করেছেন তিনি। এ বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।