Can't found in the image content. ইতিহাসের এই দিনে: ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইতিহাসের এই দিনে: ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

ইতিহাসের এই দিনে: ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়

ছবি: সংগৃহীত

১৯০৮- ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু। মেদিনীপুর শহরের কাছাকাছি (বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা) কেশপুর থানার অন্তর্গত মৌবনী (হাবিবপুর) গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার মায়ের তিন কন্যার পর দুই পুত্র সন্তান অকালে মৃত্যুবরণ করেন। এরপর ক্ষুদিরাম সখন জন্ম নেন তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাকে তার মাসির কাছে তিন মুঠো খুদের (চালের খুদ) বিনিময়ে বিক্রি করে দেন তার মা। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। 

মেদিনীপুরেই তার বিপ্লবী জীবনের অভিষেক। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্তহত্যা করার জন্যে বোমা ছুঁড়েছিলেন। যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ নারীর মৃত্যু হয়। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্যে তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। 

ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন। যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল।