Can't found in the image content. সরকারি গাড়ি থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তেল উদ্ধার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সরকারি গাড়ি থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তেল উদ্ধার

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১০, ২০২২

সরকারি গাড়ি থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তেল উদ্ধার
রাজধানীর আগারগাঁও থেকে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির তেল চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ও বুধবার (১০ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করা হয়েছে।

বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে পুলিশ।