ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অস্থিরতার মাঝে চুপিসারে জ্বালানি নিরাপত্তা দিবস পালিত

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ১০, ২০২২

অস্থিরতার মাঝে চুপিসারে জ্বালানি নিরাপত্তা দিবস পালিত
জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বাড়ানোর পর যখন নানামুখী অস্থিরতা, তখন অনেকটা চুপিসারে অনলাইনে পালন করা হল জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। 

কয়েক দিনের ব্যবধানে নীরবে নিভৃতে রাতের আধারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিপিসি। জ্বালানি নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, মূল্যস্ফীতি আর জীবনমান গভীর সমুদ্রে ফেলে দিয়ে করা হয় দামের সমন্বয়।

জ্বালানি নিরাপত্তা দিবসে উঠে আসে ৫০ বছর আগে বঙ্গবন্ধুর নেয়া উদ্যোগের উপর ভর করেই চলছে দেশের জ্বালানি খাত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বঙ্গবন্ধু সেই সময়ে একটি সিদ্ধান্ত নিলেন যে বিদেশি কোম্পানির কাছ থেকে ৪ মিলিয়ান পাউন্ডে গ্যাসফিল্ডগুলো আমাদের করতে হবে। তিনি করে দেখিয়েছেন। 

দিবস কেন্দ্রিক এ খাতের উন্নয়নে নানা উদ্যোগের কথা বলা হয় এই সভায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলমান সংকট বিশব্যাপী, বাংলাদেশও এর বাইরে নয়। তাই সংকট উত্তরণে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ইলাহী চৌধুরী।

তিনি বলেন, নেপাল এবং ভূটানের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আমরা বিভিন্ন উদ্দ্যেগ নিচ্ছি। তাদের সঙ্গে একসাথে কাজ করে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করবো।