Can't found in the image content. ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো কিশোরী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো কিশোরী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো কিশোরী

ছবি: সংগৃহীত

কথায় বলে ‘ভালোবাসার কোনো সীমা নেই’ কিংবা ‘প্রেম কিংবা যুদ্ধে সবই চলে’। আর তাই হয়তো এই কিশোরী এমনই এক কাণ্ড করে বসলেন, যাতে তার জীবন পড়েছে ঝুঁকির মুখে।

প্রেমিকের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে নিজের শরীরে প্রেমিকের রক্ত ঢুকিয়েছেন ওই কিশোরী। তার প্রেমিক এইচআইভি এইডস আক্রান্ত। আর তার রক্তই নিজের শরীরে পুশ করেছেন ওই কিশোরী।

এ ঘটনা ঘটেছে ভারতের আসামের সুয়ালকুচি জেলায়। আসামের অন্যতম সুপরিচিত পত্রিকা দ্য সেন্টিনিয়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ফেসবুকে সিয়ালকুচির ১৫ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে প্রেম হয় এইচআইভি এইডস আক্রান্ত ওই যুবকের। ওই যুবকের বাড়ি আসামের হাজোর সাতদলায়। তিন বছর ধরে তাদের এই প্রেমের সম্পর্ক অনেক গভীর হয়।

এরই মধ্যে প্রেমিকের সঙ্গে কয়েকবার পালিয়ে যায় ওই কিশোরী। তবে প্রতিবারই তার বাবা-মা তাকে বাড়ি ফিরিয়ে এনেছে। কিন্তু ওই কিশোরী এবার এমন এক পদক্ষেপ নেয়, যা সবার কল্পনার বাইরে ছিল।

ওই কিশোরী তার এইচআইভি-পজিটিভ প্রেমিকের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত টেনে আনেন, তারপর সেই সিরিঞ্জ নিজের শরীরে পুশ করেন। এ ঘটনা শোনার পর সবাই খুব অবাক হয়ে গেছে। এ নিয়ে ওই অঞ্চলে ব্যাপক আলোচনার তৈরি হয়েছে।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ ওই কিশোরীর প্রেমিককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরীকে এখন মেডিকেল অবজারভেশনে রাখা হয়েছে।এ ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ ওই কিশোরীর প্রেমিককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরীকে এখন মেডিকেল অবজারভেশনে রাখা হয়েছে।