Can't found in the image content. আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ, সৌদি আরবের নিন্দা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ, সৌদি আরবের নিন্দা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ, সৌদি আরবের নিন্দা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে গত কয়েক দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।

সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয় ইসরায়েল সরকার। এতে প্রতিবাদে ফেটে পড়েন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

এ ঘটনার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

একই সঙ্গে সহিংসতা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছে রিয়াদ।

এছাড়াও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছে সৌদি আরব। 

সূত্র: আরব নিউজ