গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ২০৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গত শুক্রবার এ হামলা শুরু করে ইসরায়েল।
শনিবার (৬ আগস্ট) দিনভর হামলা চালানো হয় গাজায়। জানা গেছে, জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক লোক ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো শুরু করে দেশটি। নিহতদের মধ্যে ৬ শিশু, ২৩ বছর বয়সী একজন নারী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।
ইসরায়েলের কর্মকর্তারা দাবি করেন, গত শুক্রবার থেকে ফিলিস্তিনি জিহাদিরা তিনশ’র মতো রকেট হামলা চালায় ও মর্টার নিক্ষেপ করে। হুমকি মোকাবিলায় এ হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটলো ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্ষক্ষয়ী সংঘর্ষের পর। সে সময় ডজনখানেক ইসরায়েলি ও দু’শোর বেশি ফিলিস্তিনি নিহত হন।
এদিকে, পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৯ জন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর (পিআইজে) সদস্যকে আটক করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের এ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্র: বিবিসি