ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ৭, ২০২২

চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চী‌নের পররাষ্ট্রমন্ত্রীর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে শাহ‌রিয়ার আলম জানান, সোমবার ( ৮ আগস্ট) থে‌কে চীনে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।

এ‌ দি‌কে বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবু‌কে পেজে জানান, বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

এর আগে, বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা। আরও একটি বিষয়ে চুক্তি সই হয়েছে সেটা বিবৃতিতে জানানো হবে।