Can't found in the image content. পুলিশকে ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ ডিএমপির | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পুলিশকে ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ ডিএমপির

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ৭, ২০২২

পুলিশকে ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ ডিএমপির

ছবি: সংগৃহীত

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শুক্রবার (৫ আগস্ট) রাত থেকেই নানা শ্রেণি-পেশার মানুষজন ক্ষোভ জানাচ্ছেন। মোটরসাইকেল চালকরাও ক্ষোভ প্রকাশ করেছেন এ ঘটনায়।

মানুষদের ক্ষোভ প্রকাশের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ডিএমপির ক্রাইম বিভাগের সদস্য ও বিভাগীয় উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ সংক্রান্ত বার্তা মোবাইলে এসএমএস ও ওয়ারলেসে পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ডিএমপির সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে। আইন যদি কেউ হাতে তুলে নিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পুলিশ।

এর আগে শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।