ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

দুদকের ভুলেই বিনাদোষে কারাভোগ জাহালমের, ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

দুদকের ভুলেই বিনাদোষে কারাভোগ জাহালমের, ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

ফাইল ছবি

দুদকের ভুলেই জাহালম জেলে ছিলো, কিন্ত এটা তাদের ইচ্ছাকৃত ভুল নয়, ব্যাংক কর্মকর্তারা তাদের ভুল পথে পরিচালিত করেছে এমন পর্যবেক্ষণ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এছাড়া ব্র্যাক ব্যাংককে ১ মাসের মধ্যে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে রায়ে।

রায়ে হাইকোর্ট বলেন, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামি আবু সালেকের বদলে নিরীহ জাহালমকে আসামি করে দুদক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুদকের ১২ জন তদন্তকারী কর্মকর্তার মারাত্মক অবহেলার কারণে জাহালমকে তিন বছর জেল খাটতে হয়েছে।

উল্লেখ্য, দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর জাহালমের কারাভোগ নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি তাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ হাইকোর্টের নজরে আনলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। হাইকোর্টের আদেশে জাহালম ওই বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান। একই সঙ্গে জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের নেতৃত্বাধীন বেঞ্চ। এরপর ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট জাহালমকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।