Can't found in the image content. তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৭ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৭

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৭
রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে বিস্ফোরণের পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২০), মাছুম (৩৫), মো. আল-আমিন (৩০) ও মো. শাহীন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন হয়েছে। উত্তরা তুরাগ এলাকা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে এখন পর্যন্ত ৭ জন এসেছে। তাদের বেশিরভাগের অবস্থাই খারাপ। এখন পর্যন্ত কার কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি নির্ধারণ করা হয়নি।