Can't found in the image content. লম্বা চুল কেটে দেয়ায় শিক্ষিকার ওপর হামলা, স্কুলছাত্র গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

লম্বা চুল কেটে দেয়ায় শিক্ষিকার ওপর হামলা, স্কুলছাত্র গ্রেফতার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

লম্বা চুল কেটে দেয়ায় শিক্ষিকার ওপর হামলা, স্কুলছাত্র গ্রেফতার

ছবি: সংগৃহীত

লম্বা চুল কেটে দেয়ার পর প্রতিশোধ নিতে শিক্ষিকার ওপর হামলা চালিয়েছে এক ছাত্র। এ ঘটনায় চোখে আঘাত পেয়েছেন ওই শিক্ষিকা। একটি স্কুলে এ ঘটনা ঘটেছে।

দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার মালয়েশিয়ার হুলু সেলেঙ্গরে এ ঘটনা ঘটেছে। একজন কর্মকর্তা বলেছেন, ভুক্তভোগী শিক্ষিকা আরেকজন শিক্ষকের কাছে জানতে পারেন ১৫ বছর বয়সী এক ছাত্রের লম্বা চুল রয়েছে।

এরপর তিনি ওই ছাত্রের চুল কেটে দেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠে ওই ছাত্র। সে খুব রেগে যায়। ওই শিক্ষিকাকে হত্যারও হুমকি দেয় সে। এরপরই তাকে আঘাত করে ওই ছাত্র।

জানা গেছে, একটি ঝাড়ু দিয়ে ওই শিক্ষিকাকে আঘাত করে ওই ছাত্র। এতে বাঁ চোখে আঘাত পান ওই শিক্ষিকা। এ ঘটনায় ওই স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর ওই ছাত্রের ডোপ টেস্ট করা হয়। কিন্তু তার শরীরে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ওই ছাত্রের আগে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকারও প্রমাণ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ওই ছাত্রকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।