ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নুরে আলম মৃত্যুর প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে চলছে ছাত্রদলের সমাবেশ।
শনিবার (৬ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
মঞ্চে আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাহ উদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আমিরুজ্জামান খান আলিম, রাজিব আহসান, আকারামুল হাসান, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল রয়েছেন।
ছাত্রদলের এই সমাবেশ ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে নয়া পল্টনে। সড়কের এক পাশে যানবাহন চলাচল করছে। বেশ কয়েক বছর পর নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি পেল ছাত্রদল।
উল্লেখ্য, গত ৩১ জুলাই লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম, আহত হন নূরে আলমসহ অনেকে। গুলিবিদ্ধ নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট মারা যান।