Can't found in the image content. প্রেমিক ও ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে খুন করলো মা! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রেমিক ও ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে খুন করলো মা!

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

প্রেমিক ও ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে খুন করলো মা!

ছবি: সংগৃহীত

প্রেমিকের সহযোগিতায় ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বড় ছেলেকে খুন করেছে মা। এ ঘটনায় ওই মা-ছেলেকে গ্রেপ্তার করেছ পুলিশ। শুক্রবার ভারতের মোদি নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এসপি রুরাল আইরিস রাজা বলেন, গত ২১ জুলাই অঞ্জলি নামের একজন নারী এসে স্বামী নিখোঁজ রয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার স্বামী অনুজ কুমার আলিয়াস (২৭) ১৮ জুলাই আনুমানিক দুপুর বারোটা থেকে নিখোঁজ রয়েছে।

পরে ৩ আগস্ট অঞ্জলির ভাই পুলিশকে জানায়, যে তার শ্যালক অনুজের লাশ নিওয়ারি রোডে একটি মাজারের পেছনে পড়ে আছে।

এরপর তারা মরদেহ উদ্ধার করার পর অঞ্জলি তার শাশুড়ি কৃষ্ণা দেবী এবং দেবর আবিষেকের নামে এফআইআর দায়ের করে। অভিযোগে শাশুড়ির প্রেমিক দেবেন্দ্রের নামও উল্লেখ করা হয়েছে। কারণ সে ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। 

এদিকে মা ও ছেলে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে কৃষ্ণা দেবেন্দ্রের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। 

বড় ছেলে মায়ের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ার পর তাকে হত্যা করার পরিকল্পনা করে ওই মা। এরপরই প্রেমিককে সঙ্গে নিয়ে ছেলেকে হত্যা করে লাশ গুম করা হয়। 

এদিকে মায়ের প্রেমিককেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।