ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি

তৌফিকুজ্জামান খান ইমন, প্রধান প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ৫, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্মৃতি সংসদ। সংগঠনটির আহবায়ক কামাল খান ও সদস্যসচিব রেজা ফরহাদ, যুগ্ম আহবায়ক হাসানুর রহমান হাসু, যুগ্ম আহবায়ক মাহবুব খান, যুগ্ম--আহবায়ক আল-আমিন সুজন, যুগ্ম আহবায়ক পুতুল চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেয়।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল।


১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন।


নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।