Can't found in the image content. চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে: রব | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে: রব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২

চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে: রব
হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে প্রজাতন্ত্রের নাগরিক হত্যাই প্রমাণ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। তাই, নৈতিকভাবে বিপর্যস্ত সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করে আ স ম আব্দুর রব বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বেআইনি কাজে সম্পৃক্ত করে নির্বাচনী নাটকের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আর এখন অধিকার আদায়ের আন্দোলনকারীদের 'ষড়যন্ত্রকারী' হিসেবে আখ্যায়িত করছে। যা কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ভোলায় মিছিলে পুলিশের গুলিতে দুইজন রাজনৈতিককর্মী নিহত এবং অসংখ্য নাগরিক আহত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন না করায় প্রমাণ হয় সরকার বিবেক শূন্য হয়ে পড়েছে। সরকার ক্ষমতার উন্মাদনায় প্রতিবাদী নাগরিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্য ক্রমাগত নৃশংস হয়ে ওঠছে। বর্তমান সরকার ইতিহাসের কোনো শিক্ষাকেই ধারণ করার উপযোগী নয়। সরকার আইনের শাসনসহ 'সত্য' 'বিবেক' এবং 'লজ্জা' বিসর্জন দিয়ে দিয়েছে। হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় রক্ষা করা যায় না।

জেএসডি সভাপতি বলেন, অবৈধ নিষ্ঠুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জনগণের প্রকৃতগত গণতান্ত্রিক অধিকার। জনগণ কোনোকালেই ষড়যন্ত্র করে না, জনগণ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে। জনগণ ষড়যন্ত্র করে না, জনগণ গণঅভ্যুত্থান সংঘটিত করে।