Can't found in the image content. সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২

সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রবাসীদের বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন। তাবুক শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সবাই পাবে। রাষ্ট্রদূত প্রবাসীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মানকে আরও সমুন্নত করার অনুরোধ জানান।

তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশি প্রবাসীরা অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অত্যন্ত সচেতন।

প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।

এছাড়াও কোনো প্রয়োজন হলে দূতাবাস ও কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। এ মতবিনিময় সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।