বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহার হচ্ছে এই সাইটটি। তবে অনেকেই ফেসবুক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। চাইলেও যে কোনো পোষ্ট শেয়ার করতে পারেন না। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের জন্যই বিব্রতবোধ করেন।
তবে আপনি চাইলেই কিন্তু গোপনে ফেসবুক ব্যবহার করতে পারেন। আপনার পোষ্ট আপনি কাকে কাকে দেখাতে চান তা নিজেই ঠিক করুন। আপনি কখন অনলাইনে থাকছেন কখন থাকছেন না সেটাও কাউকে না জানিয়েই করতে পারবেন।
এজন্য-
> আপনার অ্যাকাউন্টের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন ক্লিক করুন।
> এবার সেখান থেকে সেটিংস সিলেক্ট করে প্রাইভেসিতে যান।
> এখানে আপনার কোন পোষ্ট আপনি বন্ধুদের দেখাবেন কোনটি দেখাবেন না তা সিলেক্ট করুন।
> এখান থেকে ফ্রেন্ড লিস্টও হাউড করে রাখতে পারবেন।
> এখানে আপনার ছবি লুকানোরও অপশন পাবেন।
সূত্র: লাইফওয়ার