ধর্ষণের এক মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০২০ সালে। জামিনে মুক্তি পান গত বছর। তবে জেল থেকে বের হয়ে একই তরুণীকে আবারও ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুর জেলায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুধু ধর্ষণ নয়, আগে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য ছুরির মুখে ভুক্তভোগী তরুণীকে হুমকিও দিয়েছে বিবেক প্যাটেল নামের ওই ব্যক্তি।
পুলিশ বলছে, ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন। ধর্ষণের ঘটনাটি প্রায় এক মাস আগে ঘটেছে। তার বয়স এখন ১৯ বছর। দুই বছর আগে যখন তিনি একই অভিযুক্তের হাতে ধর্ষণের শিকার হন, তখন তিনি নাবালিকা ছিলেন।
আসিফ ইকবাল নামে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অভিযোগকারীর মতে, অভিযুক্ত বিবেক প্যাটেল তাকে আগে ধর্ষণ করেছিল। তার বন্ধুকে সঙ্গে নিয়ে সে আবার একই অপরাধ করেছে। অভিযুক্তকে ২০২০ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তার প্রায় এক বছর পর ২০২১ সালে জামিনে মুক্তি পান তিনি।’
আসিফ জানান, এ ঘটনার পর সোমবার (১ আগস্ট) গণধর্ষণের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।