Can't found in the image content. চুইংগাম চিবিয়ে নারীর মাসিক আয় ৮০০ ডলার! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চুইংগাম চিবিয়ে নারীর মাসিক আয় ৮০০ ডলার!

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ৩, ২০২২

চুইংগাম চিবিয়ে নারীর মাসিক আয় ৮০০ ডলার!

ছবি: সংগৃহীত

একেকটি বাবল ফোলাতে জুলিয়া ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন। নিজের মাথার চেয়ে বড় আকারের বাবল ফোলান তিনি

চুইংগাম চিবানো এবং সেটি ফুলিয়ে বাবল বানাতে অনেকেই বেশ পছন্দ করেন। তবে, পছন্দের এই অভ্যাস থেকে যদি অর্থ আয় হয়, তাহলে নিশ্চয়ই খারাপ হবে না। এমনই এক ঘটনা ঘটিয়েছেন এক জার্মান নারী। চুইংগাম চিবিয়ে, সেটি থেকে বাবল বানানোর ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে মাসে সাড়ে ৮০০ মার্কিন ডলারের বেশি অর্থ উপার্জন করে যাচ্ছেন তিনি।

জার্মান ওই নারীর নাম জুলিয়া ফোরাট। বয়স ৩০ বছর। ভারতের গণমাধ্যম টাইমস নাউ’র প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি বাবল ফোলাতে জুলিয়া ৩০টির বেশি চুইংগাম ব্যবহার করেন। নিজের মাথার চেয়ে বড় আকারের বাবল ফোলান তিনি।

এক বন্ধুর কাছ থেকে অর্থ উপার্জনের এই বুদ্ধি পান জুলিয়া। তিনি জানান, প্রথমে তার কাছে এটি হাস্যকর মনে হয়েছিল। কিন্তু তার ভিডিওগুলো দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় উৎসাহ পেয়ে একের পর এক ভিডিও অনলাইনে আপলোড করেন তিনি।

ভিডিও বানাতে প্রতি মাসে জুলিয়া মাত্র ছয় মার্কিন ডলারের চুইংগাম কেনেন। অথচ মাস শেষে আয় হয় সাড়ে ৮০০ ডলারের বেশি। 

এ বিষয়ে জুলিয়া জানান, অনলাইনে ছাড়কৃত মূল্যে চুইংগাম কেনেন তিনি। বড় আকারের একেকটি বাবল ফোলাতে তিনি ১০ থেকে ১৫টি চুইংগাম ব্যবহার করেন। আর বিশালাকারের বাবলের জন্য দরকার হয় ৩০টির বেশি চুইংগাম।

তাই চুইংগাম চিবিয়ে ও তা থেকে বাবল ফোলানোর ভিডিও বানানো জুলিয়ার আয়ের মূল উৎস নয়। স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি রয়েছে তার, ডিগ্রি নিয়েছেন বিপণনেও।

সংবাদমাধ্যমকে তিনি জানান, মূলত মজা করার জন্য তিনি বিচিত্র এ কাজ শুরু করেছিলেন। পরে বাড়তি আয়ের জন্য ভিডিও করেন এবং তা আপলোড করেন।