ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জাতিসংঘ প্রধানের সতর্কবার্তা

পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব!

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ৩, ২০২২

পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব!

ফাইল ছবি

ইউক্রেনের পাশাপাশি এশিয়া ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে একটি ভুল হিসাব পারমাণবিক ধ্বংস ডেকে আনতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে এ কথা বলেছেন।

সোমবার জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিসংক্রান্ত দশম সম্মেলনে এমন ভয়ানক সতর্কতার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। খবর বিবিসির।

গুতেরেস বলেন, জলবায়ু সংকট, সমতার অভাব, হিংসাত্মক সংঘাতের পাশাপাশি করোনা মহামারির মতো ঘটনা পুরো বিশ্বের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পরমাণু অস্ত্র প্রয়োগের এমন আশঙ্কা দেখেনি। হিরোশিমা ও নাগাসাকির শিক্ষা ভুলে মানবজাতি এমন বিপদের দিকে এগিয়ে চলেছে বলে গুতেরেস সতর্ক করেন।

জাতিসংঘের মহাসচিবের মতে, এমনটা চলতে থাকলে মানব জাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

পরমাণু ধ্বংসের আশঙ্কা এমন সময় করলেন গুতেরেস যখন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, উত্তর কোরিয়া সপ্তমবারের মতো পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে একসময় যে পরমাণু যুদ্ধকে অসম্ভব ভাবা হতো, তা বিশ্ববাসীর কাছে বাস্তব মনে হচ্ছে।