Can't found in the image content. দ্বিতীয় দিনেও চলছে চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

দ্বিতীয় দিনেও চলছে চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২

দ্বিতীয় দিনেও চলছে চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে একাংশের ডাকা অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে৷

অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ছেড়ে যায়নি৷ বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সরেজমিনে দেখা গেছে, অবরোধ কিছুটা শিথিল রয়েছে৷ মূল ফটক খুলে দেওয়া হয়েছে৷ সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে৷

চবি শাখা ছাত্রলীগের পদবঞ্চিত 'বিজয়' উপ-পক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'কমিটি পুনর্গঠন করে আমাদের মূল্যায়ন করা না হলে অবরোধ চালিয়ে যাব৷ তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সরবরাহর জন্য আপাতত ফটক খুলে দেওয়া হয়েছে৷'

নগরের বটতলী থেকে ক্যাম্পাসে দিনে ৭ বার আসা–যাওয়া করে শাটল ট্রেন। এই ট্রেনে দৈনিক ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন।

অবরোধের কারণে দ্বিতীয় দিনের মতো আজও ক্লাস ও পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা।

তিনি বলেন, 'শাটল ট্রেন চলাচল না করলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না। ক্লাস ও পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা বেশি৷ তবে পরীক্ষার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ সিদ্ধান্ত বিভাগের সভাপতি নেবে ন৷'