Can't found in the image content. ফ্লোর প্রাইসের প্রভাবে পুঁজিবাজারে বড় উত্থান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ফ্লোর প্রাইসের প্রভাবে পুঁজিবাজারে বড় উত্থান

বিশেষ প্রতিবেদক | আপডেট: রবিবার, জুলাই ৩১, ২০২২

ফ্লোর প্রাইসের প্রভাবে পুঁজিবাজারে বড় উত্থান

ফাইল ছবি

গেল সপ্তাহে টানা দুদিন দরপতনের পর এ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩১ জুলাই) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৭৯ পয়েন্ট। 

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে আজ (রোববার) পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন বস্ত্র, বিমা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ায় বড় উত্থান হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তারা বলেছেন, দরপতন রোধে বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়। আর তাতে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর হয়েছে। এতে পুঁজিবাজারে উত্থান হয়েছে। 

রোববার ডিএসইতে ১৪ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৯৭টি শেয়ার কেনা-বেচা হয়েছে। মোট লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।

রোববার ডিসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭টির। অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল আইপিডিসি, ফরচুন সুজ, কাট্টলী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, মতিন স্পিনিং, স্কয়ার টেক্সটাইলস, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির। অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২১৫ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ১৭০ টাকার শেয়ার।