Can't found in the image content. বিএনপি হারিকেন মার্কা নিয়ে কি মুসলিম লীগ হতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপি হারিকেন মার্কা নিয়ে কি মুসলিম লীগ হতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ৩১, ২০২২

বিএনপি হারিকেন মার্কা নিয়ে কি মুসলিম লীগ হতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ভিত অনেক শক্ত, কাজেই এ দলের সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশ্বব্যাপী, কাজেই বিশ্বজুড়েই সাশ্রয় চলছে। বাংলাদেশে এ সংকটের অবসান ডিসেম্বর নাগাদ হবে বলে আশা করা যায়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কথা বলার অধিকার বিএনপির নেই।

তিনি বলেন, বিএনপি হারিকেন মার্কা নিয়ে মুসলিম লীগ হতে চায় কি না, দেখার বিষয়। তাছাড়া হারিকেন দিয়ে তারা যেকোনো সময় পেট্রোলবোমা বানিয়ে ফেলতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য কমছে, এই স্বীকৃতি ও প্রশংসাও বিশ্বব্যাপী। কাজেই বাংলাদেশকে দরিদ্র বলে কে কী প্রতিবেদন তৈরি করল, তাতে কিছু আসে যায় না।