ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

১৩ নভেম্বর তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১

১৩ নভেম্বর তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
দেশের সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর আগে দুই দফা এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হ্রাস পাওয়ায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ বছরই প্রথমবারের মতো প্রকৌশল সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

এর আগেও গত ১২ জুন এ পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পরে এ তারিখ পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের জন্য ১২ আগস্ট দিন ঠিক করা হয়। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দুই দফায়ই পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষা আগের মতোই হবে। তবে নম্বর কিছুটা কমানো হবে। সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০-সহ ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।