Can't found in the image content. বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জুলাই ৩১, ২০২২

বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বাংলাদশে সময় সন্ধ্যা ৭টায় স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেখতে হাসপাতালে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন। 

এ সময় এইচএম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বেগম রওশন এরশাদের ছেলে রাহ্গীর আল মাহি এরশাদ (সাদ) এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ  উপস্থিত ছিলেন।

কাজী মামুনুর রশীদ জানান, জাহেদ মালিক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে দেখতে হাসপাতালে ফলমূল ও ফুলের তোড়া নিয়ে আসেন। জাহেদ মালিক বিরোধী দলীয় নেতার কেবিনে কিছু সময় অবস্থান করে তার শারীরিক খোঁজ নেন। বিরোধী দলীয় নেতা স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন। 

মামুনুর রশীদ জানান, বেগম রওশন রশাদ এখন অনেকটাই সুস্থ।