ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইউক্রেনের ৩৫৯ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ২৯, ২০২২

ইউক্রেনের ৩৫৯ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া

ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৫৯টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দেয়। খবর আনাদোলু এজেন্সির।

ইগর কোনাশেনকভের দাবি, ইউক্রেনীয় সেনাবাহিনী উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। খেরসন অঞ্চলের আর্টিওমভস্কের কাছে অতিরিক্ত ৭০ সেনা নিহত হয়েছেন এবং ১৩০ জনেরও বেশি সেনাকে হতাহত হয়েছেন। এছাড়ও পাঁচটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯টি সদর দপ্তর, ছয়টি গোলাবারুদ ডিপো এবং এস-৩০০ বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এ পর্যন্ত ২৬০টি বিমান, ১৪৫ হেলিকপ্টার, এক হাজার ৬২৫ মনুষ্যবিহীন আকাশযান, ৩৫৯  বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা, চার হাজার ১৭২ ট্যাংক ও সাঁজোয়া যান, ৭৬৪ লঞ্চ, ৭৬৪ মাল্টি-রিলেট লঞ্চ ধ্বংস করেছে। হাউইটজার, মর্টার এবং ইউক্রেনের চার হাজার ৫১৫ ব্যক্তিগত সামরিক যান ধ্বংস করেছে।