Can't found in the image content. "রাত পোহালেই বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন" | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

"রাত পোহালেই বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন"

স্টাফ রিপোর্টার | আপডেট: শুক্রবার, জুলাই ২৯, ২০২২

"রাত পোহালেই বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন"
দীর্ঘ প্রায় ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। আগামীকাল (৩০ জুলাই) সকাল ১০ ঘটিকায় বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে সম্মেলনের ১ম অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)  এমপি।

এছাড়া সম্মেলনে উদ্বোধক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থাকবে। 

বিশেষ বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন উপস্থিত থাকবে।

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের  একঝাঁক নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। 

ইতোমধ্যে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পেতে স্ব স্ব ইউনিটের প্রার্থীরা দৌড়ঝাঁপ ও লবিং শুরু করেছে।

 সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর অনুসারীরা  ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

কেমন নেতৃত দেখতে চান,এরকম প্রশ্নের জবাবে তেজখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহান আহমেদ বলেন,অতীতে যারা তৃণমূল ছাত্রলীগের খোঁজ খবর নিয়েছে, তারাই যেনো নেতৃত্বে আসে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সাথে যোগাযোগ করা হলে,তিনি বলেন, মুজিব আদর্শে বলীয়ান,পরিচ্ছন্ন, পরিশ্রমী,প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সন্তান ও নিয়মিত মেধাবী ছাত্রদের দিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে।

এর আগে ৩১ ডিসেম্বর,২০১৮ সালে বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।