Can't found in the image content. বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২

বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো 'ডিবেটিং ওয়ার্ল্ড কাপ' বা বিতর্কের বিশ্বকাপ-খ্যাত বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান হিসেবে এ অর্জনের সাক্ষী হলো সৌরদ্বীপ পাল এবং সাজিদ খন্দকারের 'ব্র্যাক এ' নামক দলটি। 

টুর্নামেন্টের ২য় সেরা ইএসএল (ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা) বক্তার খেতাব জেতেন সাজিদ; সৌরদ্বীপ জেতেন ৬ষ্ঠ বক্তার খেতাব।

এর আগে ২০১৭ সালে এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি জেতেন সাজিদ।

বিতর্কের বিশ্বকাপের শিরোপা জেতার পরবর্তী অনুভূতি ব্যক্ত করতে যেয়ে সৌরদ্বীপ বলেন, "অবাস্তব লাগছে। আমরা কখনই ভাবিনি এটি সম্ভব হবে। ভাষাগত বাধা ছাড়াও আরো অনেক প্রতিকূলতা পেরিয়েছে কোনোভাবে এ শিরোপা জিতেছি আমরা।"

ফাইনালে ওঠার আগে 'ব্র্যাক এ' ওপেন ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন করে যা বাংলাদেশের জন্য একটি নতুন রেকর্ড। এর আগের রেকর্ডও ছিল সাজিদ-সৌরদ্বীপের।

টুর্নামেন্টের ২য় সেরা ইএসএল (ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা) বক্তার খেতাব জেতেন সাজিদ; সৌরদ্বীপ জেতেন ৬ষ্ঠ বক্তার খেতাব। টুর্নামেন্টের দশম সেরা ওপেন স্পিকারও ছিলেন সাজিদ।

ওপেন ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং আতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি। 

মার্কিন ডলারের উপর বিশ্বব্যাপী নির্ভরতা হ্রাস করার বিষয় নিয়ে চূড়ান্ত বিতর্কটি অনুষ্ঠিত হয়।