Can't found in the image content. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে: প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ |

EN

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে: প্রধানমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ২৭, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে: প্রধানমন্ত্রী
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বকে বড় ধরনের সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে এক্সপোতে বক্তব্য দেন। 

তিনি বলেন, পণ্যের মূল্যবৃদ্ধি মানবিক বিপর্যয়ের দিকে নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি, সংঘাত, খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে।

তিনি বলেন, আসুন সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময় নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারাবিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময় নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় সারাবিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে।