Can't found in the image content. হনুলুলুতে দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল বিশাল ঢেউ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হনুলুলুতে দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল বিশাল ঢেউ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২

হনুলুলুতে দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল বিশাল ঢেউ

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই সমুদ্রের ধারে বিয়ের অনুষ্ঠান চলাকালীন রিসোর্টের দেওয়াল টপকে আছড়ে পড়েছিল সমুদ্রের বিশাল ঢেউ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ওই ঘটনার ভিডিও তখন ভাইরাল হয়েছিল। এবার দোতলা বাড়ি টপকে আছড়ে পড়ল ঢেউ। এবারও ঘটনাস্থল হাওয়াইয়ের হনুলুলু এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, প্রবল হাওয়ার দাপটে সেই ঢেউ ২০ ফুট উঁচুতে উঠেছিল। আর সেই ঢেউই সমুদ্র লাগোয়া দোতলা বাড়ি টপকে রাস্তায় আছড়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত ভয়ানক দৃশ্য আগে কখনো দেখেননি তারা।

হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিজ্ঞানী ক্রিস ব্রেঞ্চলে জানিয়েছেন, বেশ কয়েকটি কারণে এ বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। তবে ২০ ফুট উঁচু ঢেউ খুবই কম দেখা যায়। কয়েক দশক পর এমন উঁচু ঢেউ দেখা গেল।

সারা অ্যাকারম্যান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি ছবি তুলছিলাম। হঠাৎই সমুদ্রের পানি দোতলা সমান বাড়ি ছাপিয়ে রাস্তায় এসে পড়ল। কী ভয়ানক দৃশ্য ছিল সেটি।’