ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মেগা প্রকল্পের যে উন্নয়ন জনগণের উন্নয়ন নয় : নোমান

সিনিয়র স্টাফ রিপোর্টার | আপডেট: সোমবার, জুলাই ২৫, ২০২২

মেগা প্রকল্পের যে উন্নয়ন জনগণের উন্নয়ন নয় : নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশে মেগা প্রকল্পের নামে যে উন্নয়ন তা জনগণের উন্নয়ন নয়, সাধারণ মানুষের উন্নয়ন নয়। এটা হলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের উন্নয়ন।

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের মানুষ মেগা প্রকল্পের নামে শুধু হয়রানি হয়েছে। টাকা লুট হয়েছে। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে।

তিনি বলেন, দেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছে, যেখানে দুবেলা খাওয়ার জন্য যে অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রয়োজন, সেটা জনগণ পাচ্ছে না। দেশে বিরজাম রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে, এগিয়ে যেতে হলে, সরকারের পতন প্রয়োজন।

দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এই সমস্যা কোনও দলীয় সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন।

তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।