Can't found in the image content. 'জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না' | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

'জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না'

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ২৫, ২০২২

'জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না'

ফাইল ছবি

জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না, তা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।’