Can't found in the image content. বেকার ভাতা চালুসহ ১১ দফা দাবি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বেকার ভাতা চালুসহ ১১ দফা দাবি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

বেকার ভাতা চালুসহ ১১ দফা দাবি
বাজেটে বেকারদের জন্য ‘স্থায়ী কর্মসংস্থান বা বেকার ভাতা চালু’সহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ। রবিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তফা আল ইহযায বলেন, সরকারি হিসাবে প্রতি বছর ২০ লাখের বেশি নারী-পুরুষ নতুন করে শ্রমবাজারে যুক্ত হচ্ছে। সে অনুযায়ী নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে প্রতি বছর লাখ লাখ নতুন বেকারের সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণে বাজেটে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ১ লক্ষ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি মোট বাজেটের ১৬ দশমিক ৭৫ শতাংশ। যার মধ্যে কর্মসৃজনে ১৯ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। এই অর্থ স্বল্পমেয়াদীর বদলে দীর্ঘমেয়াদী প্রকল্পে খরচ করলে বেকারদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করবে।

বেকারত্ব মুক্ত মঞ্চের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশে বেকারত্বের সঠিক সংখ্যা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক তালিকা তৈরি, রাষ্ট্রের তত্ত্বাবধায়নে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কর্মস্থান নিশ্চিতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা করে মাসে বেকার ভাতা দেওয়া প্রভৃতি।