ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

ফাইল ছবি

সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ১১ হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত সৌদির আবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ছয় হাজার ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৮৫২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের প্রচেষ্টার জন্য এবং ১ হাজার ৫২১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে সৌদি সরকার।

সরকারি ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩০ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং ১০ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদিতে অবৈধভাকে প্রবেশে সহায়তা করছে, এমন তথ্য পাওয়া গেলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৬০ হাজার ডলার (১০ লাখ সৌদি রিয়াল) পর্যন্ত জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।