Can't found in the image content. ডেপুটি স্পিকারের মৃত্যুতে এমপি বিএইচ হারুনের শোক প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫ |

EN

ডেপুটি স্পিকারের মৃত্যুতে এমপি বিএইচ হারুনের শোক প্রকাশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ২৪, ২০২২

ডেপুটি স্পিকারের মৃত্যুতে এমপি বিএইচ হারুনের শোক প্রকাশ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য বজলুল হক হারুন।



শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় এমপি বিএইচ হারুন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মহান জাতীয় সংসদে সমঅধিকার নিশ্চিত করণে ফজলে রাব্বী মিয়ার অসামান্য অবদান রয়েছে। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহনসহ পরবর্তী দেশ গঠনে তার অবদানকে জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এমপি বিএইচ হারুন এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঝালকাঠি-১ আসনের মাননীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ প্রেরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বি মিয়া। এ সময় তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন।