ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন নিষেধাজ্ঞায় স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এ নিষেধাজ্ঞা জারি করেন। তবে রাশিয়ার ওপর নতুন এই নিষেধাজ্ঞায় মোটেও সন্তুষ্ট নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই নিষেধাজ্ঞাকে অপর্যাপ্ত বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে, নতুন নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো জি-৭ দেশগুলোর সিদ্ধান্তের ঐক্যবদ্ধ।
প্রসঙ্গত এর আগে রাশিয়ার ওপর ৭ম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।