ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু
রাজধানীর সদরঘাট থেকে কলেজ হোস্টেলে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

জানা গেছে, উম্মে সালমা ইডেন কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন। ইডেন কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন তিনি।

নিহতের ভাই হাসান জানান, ভোলা থেকে লঞ্চযোগে সদরঘাট নামার পর বোনসহ বাসার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠি। রিকশাটি লালবাগের ইসলামবাগ মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা আমাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে বোনসহ আমি ছিটকে পড়ি। এসময় উম্মে সালমা মাথায় আঘাত পায়। পরে ঢামেকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান।