Can't found in the image content. বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ পাটোয়ারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ পাটোয়ারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, জুলাই ২০, ২০২২

বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ পাটোয়ারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লক্ষ্মীপুরের রায়পুরে মহান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সূর্য  সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমানত উল্লাহ পাটোয়ারী আজ (২০) জুলাই   সকাল ৬ টায় রায়পুর উপজেলার  ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারায় নিজগৃহে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ পাটোয়ারী স্মরণে আজ বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রাসেল ইকবাল কর্তৃক জাতির এই শ্রেষ্ঠসন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায়  গার্ড অব অনার প্রদান ও দাপন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন হাজীমারা পুলিশফাঁড়ির সদস্যবৃন্দ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ মরহুমকে  শেষ শ্রদ্ধা জানান ।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, জানা যায় তিনি এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নের জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে জনগণের দুর্ভোগ তুলে ধরতেন।

তার মৃত্যুতে এলাকার জনগণ একজন গুণী মানুষকে হারালে। 
জীবদ্দশায় তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করতেন না। যেমনটি করেছিলেন মহান মুক্তিযুদ্ধে বীরবিক্রমে শক্রুর সাথে লড়াই। রায়পুর বাসি স্বাধীনতাযুদ্ধের অতন্দ্র প্রহরী এক লৌহমানব কে হারিয়েছেন।