Can't found in the image content. ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ বৃহস্পতিবার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ বৃহস্পতিবার

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, জুলাই ২০, ২০২২

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ বৃহস্পতিবার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২১ জুলাই) প্রকাশিত হবে।

বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রকাশ করা হবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

গত ১৭ জুন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এ ইউনিটের বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৩০ আসনের বিপরীতে এতে অংশ নেন ৭ হাজার ৪৪৪ জন। এরপর গত ২৬ অক্টোবর ১ম পর্বে অনুষ্ঠিত বহুনির্বাচনী পরীক্ষায় নির্বাচিত ১ হাজার ৫৪০ জন ভর্তিচ্ছু আবেদনকারী অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করে।