Can't found in the image content.
জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১
রাজধানীর
কুর্মিটোলায় মাথায় গুলি লেগে মারা গেছেন এক র্যাব সদস্য। শুভ মল্ল (২৬) নামের ওই পুলিশ
কনস্টেবল প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
আজ
সোমবার দুপুর আড়াইটার দিকে বিশেষ বাহিনীটির সদর দপ্তরে এ ঘটনা ঘটে। র্যাবের গণমাধ্যম
শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার
মঈন জানান, শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। কীভাবে ঘটনাটি
ঘটল তা তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে
না।
বিকেল
৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে
নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ
থানায়।