Can't found in the image content. মেহেরপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটি গঠন। | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

মেহেরপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটি গঠন।

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ১৭, ২০২২

মেহেরপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটি গঠন।
মেহেরপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসস) এর নতুন কমিটি গঠিত  হয়েছে, পুরাতন কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (১৫ জুলাই) বাদ জুম্মা মেহেরপুর বনবিভাগ পাড়াস্থ বাংলাদেশ সাংবাদিক সমিতি মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আমিনুল ইসলাম খোকন ও ওয়াসিম সাজ্জাদ লিখন কে উপদেষ্টা করে সর্বসম্মতিক্রমে মোঃ আসাদুজ্জামান কে (দৈনিক একুশের বাণী) সভাপতি ও মোঃ আল আমীন কে (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক অন্য দিগন্ত), মাহাবুবুর রহমান টুটুল (দৈনিক তৃতীয় মাত্রা),  যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল আহম্মেদ (দৈনিক আশ্রয় প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব ইসলাম (দৈনিক দেশতথ্য), অর্থ বিষয়ক সম্পাদক, জুলফিকার রহমান (ফ্রিডম বাংলা নিউজ), সাংগঠনিক সম্পাদক, আসাদুল্লাহ আল গালিব (দৈনিক আমাদের সংবাদ) সহ সাংগঠনিক সম্পাদক, সাহাতদ হোসেন (দৈনিক আরশীনগর), প্রচার সম্পাদক, হিরোক খাঁন (দৈনিক পশ্চিমাঞ্চল), ক্রীয়া সম্পাদক, শ্রী সুমন কর্মকার (দৈনিক আমাদের সংবাদ), দপ্তর সম্পাদক সেখ আঃ আজিজ (দৈনিক ভৈরব) নির্বাহী সদস্য যথাক্রমে, কিবরিয়া হোসেন, আকাশ ইসলাম, মাহাবুল ইসলাম, সাধারণ সদস্য যথাক্রমে, মোঃ হুমায়ন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সবুজ, মোঃ গাফফার, শামীম খান, জুয়েল আলী, রিয়াজুল ইসলাম, ও লিখন আহম্মেদ। 

কমিটি গঠন ও সাধারণ সভা শেষে, অবিলম্বে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের বিচারের দাবী জানানো হয়। এবং নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের আত্মার মাগফেরাত কামনাই বিশেষ মোনাজাত করা হয়।