ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১
প্রায়
১৭ মাস বন্ধ থাকার
পর রবিবার (১২ সেপ্টেম্বর) খুলেছে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রথম দিন
প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককেই অনুপস্থিত
থাকতে দেখা গেছে। ফলে,
অনুমতি ব্যতীত শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন- এমন সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
রবিবার
(১২ সেপ্টেম্বর) রাতে অধিদফতরের ওয়েবসাইটে
প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য চাওয়া হয়। এতে সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের
সদস্যদের করোনা সংক্রমণের তথ্য প্রতিদিন বিকেল
৪টার মধ্যে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা
কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেসঙ্গে নির্ধারিত ছকে অনুপস্থিত থাকা
শিক্ষকের নাম ও পদবি,
বিদ্যালয়ের ঠিকানা, অনুপস্থিতির তারিখ, অনুপস্থিতির কারণ এবং কী
ব্যবস্থা নেওয়া হয়েছে- তাও উল্লেখ করতে
বলা হয়েছে।
আদেশে
বলা হয়, কোভিড-১৯
সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যবিধিসংক্রান্ত সুপারিশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের
সদস্যদের মধ্যে করোনা সংক্রমণসংক্রান্ত দৈনিক ভিত্তিতে মনিটরিং করা প্রয়োজন।