Can't found in the image content. প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২

প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ডা. জাফরুল্লাহ প্রথমে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট নিরবতা পালন করেন এবং এরশাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময় অতিবাহিত করেন ডা. জাফরুল্লাহ। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মুঠোফোনে ডা. জাফরুল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, জাপা যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, আহাদ ইউ চৌধুরী, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।