Can't found in the image content. জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জুলাই ১২, ২০২২

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ
হাবল টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা মহাবিশ্বের প্রথম একটি ছবি প্রকাশ করেছে নাসা। এটিকে এখন পর্যন্ত তোলা মহাবিশ্বের সবচেয়ে গভীর ও বিশদ ছবি বলে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার (১২ জুলাই) হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে ছবিটি উন্মোচন করা হয়। এদিনই জেমস ওয়েব দিয়ে তোলা আরও কিছু ছবি প্রকাশ করবে নাসা ও এর আন্তর্জাতিক পার্টনার ইউরোপিয়ান ও কানাডীয় স্পেস এজেন্সি।

এসময় জো বাইডেন বলেন, এই ছবিগুলো পৃথিবীকে মনে করিয়ে দেবে যে আমেরিকা অনেক বড় বড় কাজ করতে পারে। এটি অ্যামেরিকান জনগণ- বিশেষত শিশুদের মনে করিয়ে দেবে যে আমরা করতে পাড়ি না এমন কোন কাজ নেই।' 

গত বছরের ২৫ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপটি মহাকাশে পাঠানো হয়। মহাকাশ নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করা এর কাজ হলেও, এর প্রধান দুই কাজ হলো মহাকাশে উজ্জ্বল হওয়া প্রথম নক্ষত্রের ছবি তোলা এবং বহুদূরে অবস্থিত কোন গ্রহ মানুষের বসবাসের উপযোগী কিনা তা পর্যবেক্ষণ করা।

জেমস ওয়েবের তোলা প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত 'ভোলানস' নামে একটি নক্ষত্রপুঞ্জ, যেটি পৃথিবী থেকে 'মাত্র' চার দশমিক ছয় বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর বৈজ্ঞানিক নাম এসএমএসিএস ০৭২৩। 

ওয়েব প্রজেক্টের প্রোগ্রাম সায়েন্টিস্ট ড. এরিক স্মিথ মনে করেন, মানুষ নতুন এই টেলিস্কোপের গুরুত্ব ইতোমধ্যে উপলব্ধি করতে পেরেছে।