ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১
করোনার
মধ্যে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ সোমবার থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি সব
মেডিকেল কলেজ। তবে মেডিকেলের সব বর্ষের ক্লাস একসঙ্গে শুরু হবে না। পর্যায়ক্রমে ক্লাস
শুরু হবে সব বর্ষের।
স্বাস্থ্য
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সব বর্ষের ক্লাস একসঙ্গে শুরু হচ্ছে না। কিছু কিছু ক্লাস
শুরুর জন্য বলা হয়েছে।
এর
আগে গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর
থেকে পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ খুলে দেওয়া হবে। সরকারি-বেসরকারি
মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের
সশরীরে ক্লাস শুরু হবে। এরপর ধাপে ধাপে সব বর্ষের ক্লাস শুরু হবে।