বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলে আমাদের অংশগ্রহণ দৃশ্যমান হবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে। তা না হলে স্বর্গ থেকেও যদি নির্বাচন কমিশনার নিয়ে আসেন, তাহলে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না।’
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। গতকাল সোমবার (৪ জুলাই) রাতে স্থায়ী কমিটির বৈঠক হয়।
উল্লেখ্য, গত ২৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আজ মঙ্গলবার প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিলেন মির্জা ফখরুল।
নির্বাচনকালীন সরকার বাস্তবায়ন করা কঠিন কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কঠিন হবে কেন? ইতোমধ্যে তো আমরাই করেছি এটা। আমাদের নেতা বেগম জিয়া সংবিধান সংশোধন করে জনমতকে মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে যুক্ত করেছেন। এটা ইচ্ছার উপর নির্ভর করছে, কমিটমেন্টের উপর নির্ভর করছে। জনগণের প্রতি আপনার কমিটমেন্ট থাকলে তো কঠিন নয়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটি মনে করে সরকার বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বানভাসি মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারেনি। বিশেষ করে বন্যা পরবর্তী পুনর্বাসন সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান নয়। অবিলম্বে দুর্গত মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, গৃহ নির্মাণ ও চিকিৎসার ব্যবস্থার জোর দাবি জানানো হয়।