Can't found in the image content. শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ |

EN

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রধান ড. মুহাম্মদ ইউনূস-সহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন ফৌজদারি মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।